• মহানগর

    ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ ভোট পর্যবেক্ষণে থাকছেন ৩৫ পর্যবেক্ষক

      প্রতিনিধি ৮ জুলাই ২০২৩ , ১১:১০:২৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: আসন্ন ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে ৩৫ জন পর্যবেক্ষক ভোটগ্রহণ পর্যবেক্ষণ করবেন।

    নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।




    তিনি বলেন, দুটি উপ-নির্বাচনে চারটি সংস্থা থেকে মোট ৩৫ জনকে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

    ঢাকা-১৭ আসনে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও যুব উন্নয়ন সংস্থার ৭ জন করে মোট ২১ জন পর্যবেক্ষক হিসেবে ভোটের মাঠে থাকবেন।




    এছাড়া চট্টগ্রাম-১০ আসনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও বিবি আছিয়া ফাউন্ডেশনের ৭ জন করে মোট ১৪ জন পর্যবেক্ষক থাকবেন ভোটের মাঠে। এজন্য তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহ করতে বলা হয়েছে।




    পর্যবেক্ষকরা ৫ জনের বেশি একত্রে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন না। এজন্য তাদের নির্বাচন কমিশনের পর্যবেক্ষক লেখা গাড়ির স্টিকার সরবরাহ করা হবে। নির্বাচন কমিশনের পর্যবেক্ষক লেখা স্টিকারযুক্ত গাড়িতে অনুমোদিত পর্যবেক্ষক ছাড়া অন্য কেউ ভ্রমণ করতে পারবেন না।

    আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে এবং ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content