প্রতিনিধি ২৬ জুন ২০২৩ , ১০:০১:৫০ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলার পাইন্দং পেলা গাজি দীঘি এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে বেলা ১২টা ৪৫ মিনিটে সড়ক দূর্ঘটনা ঘটেছে।
স্থানীয় ও নাজিরহাট হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিবিরহাট থেকে আসা একটি ট্রাকের সাথে নারায়হাট দিক থেকে আসা সি.এন.জির মুখোমুখি সংঘর্ষে মোঃ আব্দুল মন্নান (৬৫) ও আর মোঃ আজিম উদ্দিন (৪০) নামে দুজন গুরুতর আহত হয়েছে।
আহত মোঃ আব্দুল মন্নান ভুজপুর থানার নারায়হাট ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে ও আহত মোঃ আজিম উদ্দিন (৪০) নারায়ণহাট ইউনিয়নের হাসাবাদ গ্রামের মোঃ শফিউল আলমের ছেলে।তারা কোরবাণীর পশু কেনার জন্য বিবিরহাট বাজারে আসছিল বলে জানা যায়।
আহত অবস্থায় তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা পর উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ঘটার পর থেকেই চালক ও হেলপার পলাতক রয়েছে।