প্রতিনিধি ২৫ জুন ২০২৩ , ৯:৫৫:০৯ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব -১৭)ফাইনাল খেলা ফটিকছড়ি সরকারী ডিগ্রী কলেজ মাঠে বিকেলে অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন নাজিরহাট পৌরসভা একাদশ বনাম ধর্মপুর ইউনিয়ন একাদশ। ২-০ গোলে নাজিরহাট পৌরসভা একাদশ কে হারিয়ে ধর্মপুর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ান হয়। খেলার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সব্বির রহমান সানির সভাপতিত্বে পুরুষ্কার বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত ৬ আসনের মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী যুব সমাজকে মাদক থেকে বিরত রাখার জন্য নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন, তম্মদ্ধে খেলাধুলা একটি অংশ। ফটিকছড়িতে ১৮টি ইউনিয়নে ১৮টি ও ২টি পৌরসভা ২টি মোট ২০টি খেলার মাঠ নির্মাণের ঘোষণা করছেন,তা বাস্তবায়নে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে নির্দেশ নিয়েছেন তারা দ্রুত কাজ করে যাচ্ছেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ.এম.আবু তৈয়ব, ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা,ভাইস চেয়ারম্যান এডঃ ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মোঃ আবু তালেব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন মুহুরী, নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী, ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, ফটিকছড়ি খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাছির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে নাজিরহাট পৌরসভার কাউন্সিলরগণ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকার ক্রিডামুদি উপস্থিত ছিলেন।