• দক্ষিণ চট্টগ্রাম

    কর্ণফুলী মইজ্জ্যার টেক এলাকা থেকে ৯ কেজি স্বর্ণ সহ ৪জন আটক

      প্রতিনিধি ১৬ জুন ২০২৩ , ৮:৩৫:০৭ প্রিন্ট সংস্করণ

    কর্ণফুলী প্রতিনিধি: নগরীর কর্ণফুলী থানাধীন নতুন ব্রীজ এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।

    শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নতুন ব্রীজের মইজ্জ্যার টেকে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।




    আটককৃতরা হলেন- অলোক ধর (২৫), নারায়ন ধর (৩৮), জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস টিম নগরের মইজ্জ্যার টেক এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ করেছে।




    কক্সবাজার থেকে আসা একটি বাসে এ স্বর্ণ মিলেছে। এ ঘটনায় দুইজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়েছে। তবে তাদের সাথে থাকা দুই শিশু কে আটক দেখানো হয় নি। শিশু গুলো তাদের আত্মীয় স্বজনের কাছে দেয়া হয়েছে।




    আরও খবর 28

    Sponsered content