• মহানগর

    বিকেএ’র চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি ডা.ইউসুফ,সম্পাদক-ছৈয়দুল আজাদ

      প্রতিনিধি ১১ জুন ২০২৩ , ১০:২৬:৫৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন- বিকেএ’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কার্যালয় (সানরাইজ গ্রামার স্কুল, পাথর ঘাটা,চট্টগ্রাম) চট্টগ্রাম বিভাগীয় কমিটি ও চট্টগ্রাম মহানগরীর কমিটি গঠনকল্পে সাংগঠনিক সভা, নির্বাচন গত ১০জুন শনিবার সকালে নির্বাচিত কমিটি গঠন সম্পন্ন হয়।




    বিকেএ’র চেয়ারম্যান লায়ন মোঃ দিদারুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়। কমিটি গঠনের প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান নির্বাচক হিসেবে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেছেন বিকেএ’র বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা হাজী এস এম হারুন অর রশিদ, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক শিক্ষা কর্মকর্তা উপদেষ্টা বাবু সুনীল কুমার বিশ্বাস, উপদেষ্টা এম. নজরুল ইসলাম খান, উপদেষ্টা আবু সুফিয়ান টিপু।




    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম তালুকদার, উত্তর জেলার সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ হাসান ইমাম।




    নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হন ড. মুহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যক্ষ মোঃ ছৈয়দুল আজাদ।

    চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নির্বাচিত হন নূর মোহাম্মদ বাবলু, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ নুরুল আবছার।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content