• বিনোদন

    “চট্টগ্রাম শিল্পী সমিতি”র আয়োজনে মিউজিক ভিডিওর প্রদর্শনী অনুষ্ঠিত

      প্রতিনিধি ১১ জুন ২০২৩ , ৯:৪৯:৫৪ প্রিন্ট সংস্করণ

    মো: আব্দুল আল মামুন: চট্টগ্রাম শিল্পী সমিতির আয়োজনে বন্দরনগরী চট্টগ্রামে প্রথম বারের মত চট্টগ্রামের নির্মাতা,শিল্পী ও মডেলদের অংশগ্রহনে বাছাইকরা ২০টি মিউজিক ভিডিওর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

    সংগঠনের সভাপতি আবছার উদ্দিন অলির সভাপতিত্বে প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন অভিনেতা আলী নেওয়াজ।




    বিশেষ অতিথি ছিলেন অভিনেতা মহসিন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওমর ফারুক মামুন, চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের সভাপতি এসএম ফরিদুল হক, সংগীত শিল্পী ইকবাল পিন্টু, চট্টগ্রাম শিল্পী সংসদের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, সাংস্কৃতিক অনুরাগী মুনতাসির মুন্না।

    স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম সরওয়ার।




    সীমান্ত বড়ুয়া সঞ্চালনায় বক্তব্য দেন সংগীত শিল্পী জীবক বড়ুয়া, শান্তা ভৌমিক, মো. সাইফুদ্দিন সাইফ, এমআরসি বাবু, মনজুর মোরশেদ, ডিএইচ আলভী, সংগীত শিল্পী জুলিয়া জুলি, মীর সেলিম, মুরাদ হাসান, সাংবাদিক রুমেন চৌধুরী, কবির আহম্মেদ, ফয়েজ আহমেদ, রাজ খান, তারেক মুন্না, আদিব খান, ইন্দ্রাজিৎ ভট্টাচার্য্য, ওয়াসী খান, নাহিন এহসান, এসবি খান, নাসির হোসেন জীবন, মফজল আহম্মেদ মির্জা, মোহাম্মদ সায়মন, মোহাম্মদ কামাল, রাহাত খান, সংগীত শিল্পী কথা চৌধুরী।




    আয়োজকরা জানান, চট্টগ্রাম থেকে নির্মিত মিউজিক ভিডিওগুলো নির্মাতা ও কলাকুশলীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন করা হয়েছে। এতে করে কাজের পরিধি যেমন বাড়বে, তেমনি করে ভাল কাজ করার আগ্রহ সৃষ্টি হবে। চট্টগ্রাম শিল্পী সমিতির উদ্যোগে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’