প্রতিনিধি ১০ জুন ২০২৩ , ৯:৫৪:৪১ প্রিন্ট সংস্করণ
অরুন নাথ: নৃত্যময়ী একাডেমি’র ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ৮জুন বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর নগরী চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত।
বিশেষ অতিথি ছিলেন বরেণ্য নৃত্য শিল্পী চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাবেক জেলা কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, নৃত্যময়ী একাডেমির উপদেষ্টা মো. মোজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ঘুঙর নৃত্য কলা কেন্দ্রের পরিচালক স্বপন দাশ, নৃত্যবৃতি”র পরিচালক গোলাম মোস্তফা রবি।
বাচিক শিল্পী শ্রাবণী দাশগুপ্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীত বিভাগের পরিচালক ও সঙ্গীত প্রশিক্ষক বৈশাখী নাথ এবং নৃত্য বিভাগের পরিচালক প্রশিক্ষক সৌরভী নাথ।
বার্ষিক মূল্যায়ণ পরীক্ষায় কৃতকার্যদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
বক্তারা বলেন সঙ্গীত চর্চা সুখের সন্ধান দেয়। অস্থির সময়ে শাস্তির পরশ পেতে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই ।
বক্তারা আরো বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি মনস্ক করে গড়ে তুলতে হবে।একটি বহুমাত্রিক শিক্ষামূলক সাংস্কৃতিক চর্চার বিশেষায়িত প্রতিষ্ঠান নৃত্যময়ী একাডেমি।