• অর্থনীতি

    ভারত থেকে ভোমরা বন্দরে পৌঁছেছে ১১ ট্রাক পেঁয়াজ

      প্রতিনিধি ৫ জুন ২০২৩ , ৮:১৩:২০ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী ডেস্ক: পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়ার প্রথম দিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দি‌য়ে ১১ ট্রাক ভারতীয় পেঁয়াজ বাংলাদে‌শে প্র‌বেশ ক‌রে‌ছে।

    সোমবার (৫ জুন) সন্ধ্যা সা‌ড়ে ৬টার দি‌কে ভারতের ঘোজাডাঙ্গা বন্দর পার হ‌য়ে দে‌শে আসে পেঁয়াজ ভ‌র্তি ট্রাকগু‌লো।




    বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতা মন্টু বিশ্বাস।




    ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, কয়েকজন ব্যবসায়ী আইপি (আমদানির অনুমতিপত্র) পেয়েছেন। সন্ধ্যা সা‌ড়ে ৬টার দি‌কে পেঁয়াজ নিয়ে ১১টি ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ ক‌রে।