• মহানগর

    অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠী’র ৩৯ তম বর্ষপূর্তি উদযাপন

      প্রতিনিধি ২ জুন ২০২৩ , ১১:১৮:৪৯ প্রিন্ট সংস্করণ

    অরুন নাথ : জ্যৈষ্ঠ মাসে তাপদহে যখন চারদিকে হাহাকার,মৌসুমি ফলে এদিক ওদিক ভরপুর কিছু সংগীত পিপাসু সুরের মুর্ছনায় ২জুন সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠী আয়োজিত ৩৯ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।




    এতে ডা. বাবুল কান্তি সেনগুপ্তের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ২১ নং জামালখান ওয়ার্ড এর কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

    সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য গিটার শিল্পী, স্বরলিপিকার ও সুরকার এনামুল কবির, চট্টগ্রাম মহিলা কলেজ এর অধ্যক্ষ সোহানা শরমিন তালুকদার।

    বক্তারা বলেন, সংগীত চর্চা করার জন্য নতুন প্রজম্মকে উৎসাহ প্রদান করতে হবে এবং বর্তমান সমাজ মাদক মুক্ত করতে গিটার ও সুরের চর্চা করতে সমাজের বৃত্তবানেরা এগিয়ে আসার আহ্বান জানান।




    আলোচনা সভা শেষে সমবেত সঙ্গীত এসো শ্যামল সুন্দর, রবীন্দ্র সঙ্গীত গিটার বাজিয়েছেন। অনুষ্ঠানে নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক, পল্লীগীতি ও আধুনিক গান গিটার বাজায়েছেন শিল্পী সুজিত নন্দী,ডা. বাবুল সেনগুপ্ত, দেবাশীষ দত্ত দেবু,শুক্লা আচার্য্য,প্রদীপ দাশ পরাগ,শিশুতোষ তালুকদার, পার্থ প্রতীম দাশগুপ্ত, এড. প্রবীর রক্ষিত, অরুপ তালুকদার, মঞ্জুর ইসলাম মঞ্জু, ইলিয়াস ইলু,সাথী দে,সজীব পাল,মদন মোহন ঘোষ।




    অনুষ্ঠান পরিচালনা করেন বাশ্চিক শিল্পী প্রবীর পাল।

    যন্ত্রানুসঙ্গে ছিলেন কী-বোর্ডে সৈকত নন্দী, তবলায় পলাশ দেব,অক্টোপ্যাডে এস এম রুবায়েক,পারকিউশনে রণজিৎ কর্মকার।




    আরও খবর 25

    Sponsered content