• জাতীয়

    ঢাকা-১৭ আসনে উপনির্বাচন ১৭ জুলাই, ভোট ব্যালটে

      প্রতিনিধি ১ জুন ২০২৩ , ১০:১৬:২৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচন হবে আগামী ১৭ জুলাই। ব্যালটের মাধ্যমে এ উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

    বৃহস্পতিবার (১ জুন) ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।




    তফসিল অনুযায়ী, এ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল ১৫ জুন, যাচাই-বাছাই ১৮ জুন এবং মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ জুন পর্যন্ত।




    উল্লেখ্য, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। গত ১৫ মে স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।




    0Shares

    আরও খবর 17

    Sponsered content