• আন্তর্জাতিক

    প্লাস্টিক পলিউশন নিয়ে প্যারিসে ইউনেস্কো সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি শফি ও রেশমা

      প্রতিনিধি ৩১ মে ২০২৩ , ৭:৩৬:৫৫ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী ডেস্ক: প্লাস্টিক পলিউশন নিয়ে দ্বিতীয় আন্ত:গভর্নমেন্ট নেগোসিয়েশন কমিটির চারদিনের সম্মেলন (৩০মে) সোমবার থেকে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো হেড কোয়ার্টার শুরু হয়েছে।

    আগামী ২ জুন শেষ হতে যাওয়া সম্মেলনে বিশ্বের সরকারি প্রতিনিধি ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা যোগ দিয়েছেন।




    এতে বাংলাদেশী বেসরকারি প্রতিষ্ঠান ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ’র প্রতিনিধিত্ব করছেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোঃ শফিউল আলম ও ডিরেক্টর আফরোজা সুলতানা রেশমা।

    সম্মেলনে তারা বিভিন্ন সেশনে অংশগ্রহণ করে প্লাস্টিক পলিউশন নিয়ে তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম এবং দূষণরোধে তাদের প্রতিষ্ঠানের উদ্ভাবিত উপায় তুলে ধরেন।




    উল্লেখ্য, ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে যুবসমাজসহ সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং প্রাকৃতিকভাবে সমস্যা সমাধানের জন্য নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করে যাচ্ছে।




    আরও খবর 15

    Sponsered content