• উত্তর চট্টগ্রাম

    ১৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রাশেদা গ্রেপ্তার

      প্রতিনিধি ২৪ মে ২০২৩ , ৯:০৫:২৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: দীর্ঘ ১৯ বছর ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রাশেদাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মোঃ নুরুল আবছার এতথ্য নিশ্চিত করেছেন।

    রাশেদা উঠতি বয়সী মেয়েদের চাকুরীর প্রলোভন দিয়ে বাসায় নিয়ে এসে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজের বাধ্য করত।




    সোমবার চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানাধীন শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ১৯বছর ধরে আত্মগোপন থাকা রাশেদা বেগমকে গ্রেপ্তার করা হয়।

    রাশেদা বেগম ফটিকছড়ি উপজেলা ২১নং খিরাম ইউনিয়নের মধ্যম খিরাম এলাকার মোহাম্মদ জামানের স্ত্রী।




    র‍্যাব-৭এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মোঃ নুরুল আবছার জানান, ২০০৪সালে প্রাণনাশের ভয় দেখিয়ে আটকে রেখে এক তরুণীকে যৌনকাজে বাধ্য করে রাশেদা। পরে ভুক্তভোগী এই তরুণী সুযোগ পেয়ে পরিবারের সাথে যোগাযোগ করলে পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। প্রায় ১৯বছর আগে এ মামলা করা হলে ও আসামী রয়ে যায় ধরাছোয়াঁর বাহিরে।





    আসামীর অনুপস্থিতিতে আদালত বিচারে কার্যক্রম শুরু করে।

    দীর্ঘ দিনে কার্যক্রম শেষ করে আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২বছর সশ্রম কারাদণ্ড প্রদান করে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন বলে জানা গেছে।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content