• মহানগর

    চট্টগ্রামের ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনায় বিমানের ফ্লাইট

      প্রতিনিধি ২৩ মে ২০২৩ , ১০:৪২:৪৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ভোর চারটার দিকে মদিনার উদ্দেশে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট।

    এর মধ্য দিয়ে মঙ্গলবার (২৩ মে) থেকে শুরু হলো চট্টগ্রামের হাজিদের হজযাত্রা।




    বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

    এবারের হজ মৌসুমে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের ২২টি ডেডিকেটেড ফ্লাইট মদিনা ও জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

    এর মধ্যে ৬টি যাবে মদিনায়। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে।বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সজল বড়ুয়া জানান, চট্টগ্রামের হজযাত্রীদের সুষ্ঠুভাবে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নানা দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।




    হাজিরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে পবিত্র হজ পালন করতে পারেন, সেজন্য আমরা সচেষ্ট। ।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content