প্রতিনিধি ২২ মে ২০২৩ , ৯:৪০:৪৭ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা এলাকায় নিজেদের টাকায় রাস্তা সংস্কারে এগিয়ে এসেছে এলাকাবাসী।
পৌরসভার ৫ নং ওয়ার্ডের দৌলতপুর প্রগতি ক্লাব সংলগ্ন ডা ফজলুল করিম সড়কের এক কিলোমিটার অংশ নিজেদের টাকায় সংস্কার কাজ শুরু করেছেন স্থানীয়রা।
সড়কটি সংস্কারে দীর্ঘদিন সরকারী বরাদ্দ না পাওয়ায় নিরুপায় হয়ে চাঁদা সংগ্রহের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেন স্থানীয় অধিবাসীরা।
২১ মে রবিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফকিরহাট বাজারের উত্তর পাশ্বে আব্দুল হামিদ চৌধুরী বাড়ি থেকে লেলাং কানেকটিং সড়ক পর্যন্ত ভাঙ্গাচোড়া এক কিলোমিটার অংশে কংক্রিট ও বালি দিয়ে সংস্কার করা হচ্ছে।
জানতে চাইলে অন্যতম উদ্দ্যেক্তা ও স্থানীয় বাসিন্দা আবু তাহের জানান, গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার বিহীন পড়ে আছে। এক যুগেরও বেশী সময় ধরে পৌরসভাসহ সংশ্লিষ্ঠ দপ্তরে প্রচেষ্ঠা চালিয়ে সরকারীভাবে বরাদ্দ পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে চাঁদা তুলে নিজেরা কাজ শুরু করে দিয়েছি । ইতিমধ্যে দুই লক্ষ টাকা খরচ হয়ে গেছে। বাকি কাজ শেষ করতে আরো এক লক্ষ টাকার প্রয়োজন হবে।