• উত্তর চট্টগ্রাম

    ভুজপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুজনের জেল

      প্রতিনিধি ১৬ মে ২০২৩ , ৯:৩০:৪৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ৩নং নারয়নহাট ইউনিয়নের জুজখোলা কুলাল পাড়ার করোনা বাজার সংলগ্ন রাস্তার পাশ থেকে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অপরাধ সংঘটনকালে মোঃ আরফাত উদ্দিন (২০)ও মোঃ শাহজাহান (১৯) নামের ২ জনকে হাতেনাতে আটক করেন।




    এ সময় অবৈধভাবে বিনা অনুমতিতে পরিবেশগত সংরক্ষিত এলাকা ও বঙ্গবন্ধু মৎস হেরিটেজ ঘোষিত এবং একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর তলদেশ থেকে নদীর তীর বা বাঁধ বা সরকারি স্থাপনা রাস্তার ক্ষতি হতে পারে এমন উপায়ে বিপননের উদ্দেশ্যে অবৈধ ভাবে বালু উত্তোলন করার দায়ে তাদের দুজনকে আটক করা হয়।




    অপরাধ সংঘটনের কথা উভয়ে স্বীকার করায় ভ্রাম্যমান আদালতে মোঃ আরাফাতকে ৬ মাস ও মোঃ শাহজাহানকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ।




    ভুজপুর থানা পুলিশের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় নারায়নহাট তহশীলদার ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

    জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টবাণীর প্রতিনিধিকে জানান।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content