• দক্ষিণ চট্টগ্রাম

    লোহাগাড়ার বিএনপি নেতা সিরাজ চেয়ারম্যান পুত্র-ভাতিজাসহ কারাগারে

      প্রতিনিধি ১২ মে ২০২৩ , ১২:০৯:০৫ প্রিন্ট সংস্করণ

    বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় হত্যাচেষ্টা মামলায় আসামী চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, তার ছেলে রেজাউল বাহার রাজা, ভাতিজা এরফানুল হক ইমন ও চুনতি ইউপি’র ৯নং ওয়ার্ডের সদস্য জানে আলম জানুসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।




    বৃহস্পতিবার (১১ মে) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট ৫ম আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক আব্দুল্লাহ খাঁন হত্যাচেষ্টা মামলাটির চার্জশিট বিবেচনায় এনে তাদের বিরুদ্ধে সংশিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ৪ জনকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

    গত ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী চুনতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলমের স্ত্রী তানজিনা সোলতানা জুলি বাদী হয়ে লোহাগাড়া থানায় সিরাজুল ইসলাম সহ ৩২ জনকে আসামী করে হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেছিলেন। লোহাগাড়া থানার মামলা নং- ৫৪ (১২) ২১।




    জানা যায়, বিগত ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুনতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী মো : জাহাঙ্গীর আলম (তালা প্রতিক) সহ তার কর্মী- সমর্থকের ওপর নির্বাচনের দুইদিন পর ২৮ ফেব্রুয়ারী সিরাজুল ইসলামের নেতৃত্বে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে হামলা করে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় পরাজিত প্রার্থী জাহাঙ্গীর আলমসহ ১০/১২ জন কর্মী-সমর্থক গুরতর আহত হয়। এ ঘটনার মুলহোতা সিরাজুল ইসলামসহ ৩২ জনকে আসামী করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন জাহাঙ্গীর আলমের স্ত্রী তানজিনা সোলতানা জুলি।




    মামলাটি দীর্ঘ অনুসন্ধান শেষে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের কর্মকর্তা চুনতি ইউপির সাবেক চেযারম্যান সিরাজুল ইসলাম, ছেলে রেজাউল বাহার রাজা, ভাতিজা এরফানুল হক ইমন ও চুনতি ইউপি’র ৯নং ওয়ার্ডের সদস্য জানে আলম জানুসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গত ১০ মে আদালতে চার্জশিট দাখিল করেন।




    আরও খবর 28

    Sponsered content