• মহানগর

    পতেঙ্গার পূর্ব কাঠগড়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

      প্রতিনিধি ১১ মে ২০২৩ , ৩:২১:৫৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    সিটি রিপোর্টার: নগরীর পতেঙ্গা থানাধীন পূর্ব কাঠগড় ৩ তলা মসজিদ মুছা কন্ট্রাক্টরের বাড়ীতে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোন সম্পর্কের ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে ।

    মারা যাওয়া দুই শিশু ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলরের সচিব মোঃ নিজাম উদ্দিনের ভাইয়ের ছেলে-মেয়ে বলে জানিয়েছেন এক নিকট আত্মীয়।




    নিকটস্থ প্রতিবেশীরা শিশু ২জন কে পুকুর থেকে তুলে নৌবাহিনীর (পতেংগা) হাসপাতালে চিকিৎসার জন্য আনলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন।

    মারা যাওয়া শিশু ২জন হচ্ছে রিসবান সালেহ আরিশ (৩) পিতাঃ মোঃ নাছির উদ্দীন ও ফায়রুজ উলফাত ওয়াজিহা (৩) পিতাঃ মোঃ নেজাম উদ্দিন বলে জানা যায়। ২ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content