প্রতিনিধি ৮ মে ২০২৩ , ৩:৩০:১৯ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভা সদর নাজিরহাট বাজারে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটি এম কামরুল ইসলাম।
অভিযানে নাজিরহাট বাজারে বিস্ফোরক লাইসেন্স বিহীন গ্যাস সিলিন্ডার বিক্রয় ও ঔষধের ফার্মেসীতে ড্রাগ লাইসেন্স চেক করা হয়। এ সময় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে লাইসেন্স না থাকার কারণে ও বাজারে হেলমেট বিহীন মোটরসাইকেলসহ ৬টি মামলায় ৯হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি বেশ কয়েকটি ঔষধের ফার্মেসী ও গ্যাস সিলিন্ডারের দোকানদারকে সর্তক করা হয়।
জনস্বার্থে এই ধরণে অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটি এম, কামরুল ইসলাম ।
ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন ফটিকছড়ি থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।