• উত্তর চট্টগ্রাম

    চৌদ্দশ শতাব্দীর সৈয়দ আব্দুল বারী শাহ (রহঃ) ওরশ শরীফ অনুষ্ঠিত

      প্রতিনিধি ৭ মে ২০২৩ , ৩:২০:৫০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা বারিয়া শফিকুল মুনির যুব কমিটি দক্ষিণ সুন্দরপুর বড়খিল টাইগার ক্লাব উদ্দ্যেগে চৌদ্দশ শতাব্দীর মোজ্জাদীদ ঈমামুত তরিকত হয়রত সৈয়দ আব্দুল বারী শাহ (রহঃ) ওরশ উপলক্ষে ওয়াজ মাহফিল সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহনেওয়াজর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।




    এতে মেহমানে আ’লা ছিলেন রহনুমায়ে শরীয়ত ওয়াততরিক হাদিয়ে দ্বীন মিল্লাত মুর্শেদে বরহক হযরতুলহাজ্ব আল্লামা শাহ্ ছুফি মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী মাদাজিলুল আলী।

    বিশেষ মেহমান ছিলেন শফিকীয়া দরবার শরীফ বড় শাহজাদা ও মুনিরুল উলম বারিয়া ইসলামি দাখিল মাদ্রাসার সুপার পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী।




    উদ্বোধক ছিলেন শফিকীয়া দরবার শরীফের মেজ শাহজাদা বারীয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাহ উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ঢাকা মাদানীয়া ওয়াইসিয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসার পরিচালক হযরতুলহাজ্ব আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী। বিশেষ আলোচক ছিলেন ফটিকছড়ি জামেউলুম ফাজিল মাদ্রাসর মুদারিস মাওলানা মোঃ মহি উদ্দিন মুনিরী,মাওলানা মোঃ সেলিম উদ্দিন শফিকী, মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মুদারিচ মাওলানা মোঃ রাশেদুল আলম শফিকী,লেলাং রাঙ্গামাটিয়া আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা মোঃ মহি উদ্দিন ফয়েজী কাওছার,হাফেজ মাওলানা মোঃ মহি উদ্দিন।




    মোঃ নুরুল আবছারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোসাংগিরী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শোয়াইব আল ছালেহী,মুজিব রহমান মেম্বার, ইসমাইল মেম্বার, মোঃ নুলজরুল ইসলাম,মাস্টার আব্দুল মন্নান,মাস্টার আমান উল্লাহ,মাস্টার সেলিম,মোঃ জাফর উল্লাহ হাফেজ মাওলানা ইউনুছসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গও বারিয়া শফিকুল মুনি যুব কমিটির বিভিন্ন এলাকার কর্মকর্তাগণ।

    মাহফিল শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার মঙ্গল কামনা করে মুনাজাত করেন পীরে তরিকত হযতুলহাজ্ব আল্লামা শাহ ছুফি চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী মাদ্দাজিলুল আলী।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content