• উত্তর চট্টগ্রাম

    সাত বছর পর নগরের বায়জিদ এলাকা থেকে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

      প্রতিনিধি ৬ মে ২০২৩ , ৮:০৯:৩৮ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ৩নং নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা বাদুরখিল এলাকার গৃহবধূ হত্যার আসামি আলী আকবর (২৯)কে সাত বছর পর নগরীর বায়েজিদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার গ্রেপ্তারের খবরে এলাকা জুড়ে স্বস্তি ফিরেছে।




    চঞ্চল্যকর গৃহবধূ হত্যার আসামি আলী আকবর পাইন্দং ইউপির ডলু আরালিয়া এলাকার মৃত হাঁচি মিয়ার পুত্র।এ মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( বর্তমান) হেলাল উদ্দিন ফারুকী।




    ভিকটিমের পিতার দায়ের করা অপমৃত্যু মামলাটি চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন তিনি। পুলিশ বাদি হয়ে হত্যা মামলা রুজু করেছিলেন। আসামী ছিল অজ্ঞাতনামা। মামলা রুজু হওয়ার দুইদিনের মধ্যে ঘটনায় জড়িত আসামী আলী আকবরকে তিনি গ্রেফতার করে ২৬/৮/২০১৬ ইং. বিজ্ঞ আদালতে সোপর্দ করেছিলেন।




    আসামী ২০২১ সালের শেষের দিকে জামিন পায়।




    আরও খবর 27

    Sponsered content