প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৩ , ১০:৫৩:৪১ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়ি ঐতিহ্যবাহী আধ্যাত্নিক সংগঠন বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সেবামুলক সংগঠন আত্নমানবতার সেবায় নিয়োজিত “আশ্ শফিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের” উদ্দ্যেগে ফটিকছড়ি বিবিরহাট বাজার, ২নং রাস্তার মাথা, ১নং রাস্তার মাথা, হাতিরপুল, কোটপড়া,নাজিরহাট বাজার,নানুপুর বাজারসহ বিভিন্ন গুরুত্ব পূর্ণ পয়েন্টে রোজাদারদের মাঝে ইফতারী বিতরণ করেছেন সংগঠনের সদস্যরা।
এর আগে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা সভা আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্ব সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বারিয়া শফিকুল মুনির যুব কমিটির চেয়ারম্যান শফিকীয়া দরবার শরিফের মেজ শাহাজাদা আলহাজ্ব মোহাম্মদ ছালাহ উদ্দিন চৌধুরী।
বিশিষ্ট ব্যাংকার মোঃ নুরুল আবছারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন মোঃ হামিদুল্লাহ চৌধুরী,এস,এম,শোয়াইব,মোঃ লোকমান, প্রাবসী মোঃ বাহাদুর,মোঃ মাসুদ,মোঃ হাসান,মোঃ মুছলেহ উদ্দিন চৌধুরী,মাহমুদুল হাসান, চট্টগ্রাম ছোবহানি আলীয়া কামিলকার এম,এ মাদ্রাসার মোহাদ্দিস মাওলানা মোঃ মনির উদ্দিন,লেলাং রাঙ্গামাটিয়া দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা মহি উদ্দিন ফয়েজি কাউছার, মাওলানা মোঃ আছমত উল্লাহ চৌধুরী,মাস্টার মোঃ আমান উল্লাহ, মাস্টার মোঃ বলাল উদ্দিন,মোঃ ইকবাল,মোঃ জামাল, মোঃ ফসিহ উদ্দিন রাজু প্রমুখ।
আলোচনা শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ রাশেদুল আলম শফিকী।