• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়ি ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ হাজার টাকা জরিমানা

      প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৩ , ১১:০৪:৫৪ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির রাহমান সানি।

    নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে বিভিন্ন দোকানে নানা ধরনের অসঙ্গতি দেখা যায়।




    এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০০৮ অনুযায়ী ছয়টি মামলায় মোট ১১হাজার (এগারো হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

    ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেছেন ফটিকছড়ি থানা পুলিশ এবং বিএসটিআই জেলা কার্যালয়।




    ভ্রাম্যমান আদালত চলাকালীন সকল পর্যায়ের ব্যবসায়ীদের আইন ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টবাণীর প্রতিনিধিকে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির রহমান সানি।




    আরও খবর 27

    Sponsered content