প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৩ , ৪:০৪:৫৭ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়ি পৌরসভা সদর বিবিরহাট বাজারে মালামাল ও টাকাসহ ১চোর আটক করেছে নৈশপ্রহরী।
১৬ এপ্রিল রবিবার ভোর ৫টার সময় বিবিরহাট বাজারের মহিলা মার্কেট নামে পরিচিত (পান বাজার) স্বপ্নপুরী ক্লথ ষ্টোর এবং হাজী সুলতান ক্লথ ষ্টোরের তালা কেটে প্রায় ৩ লক্ষ টাকা ও মালামাল নিয়ে মোটরসাইকেল যোগে পালানো সময় নৈশপ্রহরীরা তাড়া করে মোটরসাইকেলসহ নগদ ৮৬ হাজার ১শ২০ টাকা ও মালামালসহ এক জনকে আটক করে।
আটত ব্যক্তিকে পরে থানা পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার সত্যতা স্বীকার করেন বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি এস.এম.সোলাইমান কোম্পানি।
উল্লেখ্য, এর আগে আরো কয়েক বার বিভিন্ন কৌশলে চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে রমজান মাস এলে চুরির ঘটনা ঘটে।