• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

      প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৩ , ১১:০০:৫৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনা মোঃ এনাম প্রকাশ কালু (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    ১১ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিবিরহাট বাজারের দক্ষিণ পাশে খাজা গাউছিয়া মার্কেট (আন্ডা মার্কেট) এলাকায় এই ঘটনা ঘটে।




    নিহত এনাম প্রকাশ কালু ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের ধূরুং করম আলী সওদাগরের বাড়ির ফুরক আহমদের ছেলে।

    সি.এন.জি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এনাম প্রকাশ কালুর মৃত্যু হয়। কালু মোটরসাইকেল পিছনে বসে ছিল।সি.এন.জি বিবিরহাট হতে নাজিরহাট মুখি যাচ্ছিল আর মোটরসাইকেল বিপরীত দিক বারৈয়ারহাট হতে বিবিরহাটে আসছিল।




    নিহত মোঃ এনাম প্রকাশ কালু ২ সন্তানের জনক বলে জানা যায়।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content