• পার্বত্য চট্টগ্রাম

    বিদ্যুৎ সংযোগ পাওয়ায় খুশি থানচির গ্রাহকরা

      প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৩ , ৯:২০:৩০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: শহীদুল ইসলাম শহীদ: অনেকদিন পর বন্ধ থাকা বিদ্যুৎ সংযোগ পেয়ে আনন্দ খুশিতে প্রাণচঞ্চল হয়েছে গ্রাহকেরা।
    একসময়ের দুর্গম এলাকা নামে পরিচিত থানচি উপজেলা,সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের কারনে তা এখন সুন্দরের লিলাভূমি থানচি সড়ক যোগাযোগ,বিদ্যুৎ সংযোগ,মােবাইল সংযোগ,শিক্ষা,স্বাস্থ্য,থানা ভবন,কলেজ,ফায়ারসার্ভিস ইত্যাদি উন্নয়ন দৃশ্যমান।




    সম্প্রতি থানচি বাজারে অগ্নিকান্ডের কারণে বিচ্ছিন্ন হয়ে যায় শত পরিবারের বিদ্যুৎ সংযোগ।




    এই বিষয়ে বিদ্যুৎ বিভাগে আবাসিক প্রকৌশলী নেপচুন খীসার সাথে যোগাযোগ করলে তিনি কয়েকদিনের মধ্যে বিদ্যুৎ সামগ্রী নিয়ে তা সংযোগ প্রদানের কথা বলেন, যার ফলশ্রুতিতে থানচি বিদ্যুৎ ইউনিটের দিলিপ ও পরিতোষের সার্বিক তদারকিতে এতোদিন বন্ধ থাকা বিদ্যুৎ সংযোগ করা হয়।




    0Shares

    আরও খবর 29

    Sponsered content