• দক্ষিণ চট্টগ্রাম

    কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে আহত যুবক

      প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৩ , ৮:২৭:৩২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: জুয়েল, বোয়ালখালী প্রতিনিধি: কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে মো. দৌলত নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন ।

    সোমবার (৩ এপ্রিল) বিকেলে ৪টার দিকে সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।




    দৌলত ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর এলাকার মো.মফজল আহমদের ছেলে। তিনি মিনি ট্রাকের হেলপার।

    প্রত্যক্ষদর্শীরা জানান, নগর থেকে সেতু পার হয়ে আসা খালি ট্রাকে দাঁড়িয়ে ছিলেন দৌলত। পূর্বপ্রান্তে উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে তিনি ট্রাক থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসলিম জাহান শোভা বলেন, গুরুতর আহত ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।




    এর আগে গত ২৯ মার্চ সকাল ৮টার দিকে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তের উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে আহত হন শেখ সাদি (১৮) নামের এক যাত্রী। তিনি টেম্পুর পেছনে দাঁড়িয়ে নগরের নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। গত ১৬ মার্চেও সন্ধ্যা ৭টার দিকে ওই একই প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে পিকআপের শিশুসহ তিনযাত্রী আহত হয়েছিলেন।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content