• দক্ষিণ চট্টগ্রাম

    আনোয়ারা সাংবাদিক সমিতির আয়োজনে প্রবীণ ও কৃতি সাংবাদিকদের সংবর্ধনা

      প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৩ , ৭:৪২:৩৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    অরুন নাথঃ আনোয়ারা উপজেলাস্থ সাংবাদিক সমিতির আয়োজনে ২এপ্রিল উপজেলা হল রুমে ঢাকায় কর্মরত আনোয়ারার কৃতি সাংবাদিক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।




    সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্তের সভাপতিত্বে সম্পাদক এনামুল হক নাবিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

    প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী।




    বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বরুমছড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শামসুল হক চৌধুরী, হাইলধর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কলিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসাইন, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম, আনোয়ারা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, আনোয়ারা ব্যবসায়ি সমিতির সভাপতি মামুনুর রশীদ।




    অতিথিরা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন,সমাজ আপনাদের লেখনীর মাধ্যমে পরিবর্তন হবেন।

    সংবর্ধেয় অতিথি প্রবীণ সাংবাদিক সম্মাননা স্মারক গ্রহণ করেন প্রবীন সাংবাদিক এম আনোয়ারুল হক।কৃতি সাংবাদিক হিসেবে সম্মাননা গ্রহণ করেন চট্টগ্রাম জার্নালিষ্ট ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, দৈনিক ভোরের আকাশের রিপোর্টার শিপংকর শীল,দৈনিক সময়ের আলো সিনিয়র রিপোর্টার নিপুর বড়ুয়া।




    ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনোয়ারা থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ারুল হক।




    প্রবীণ ও কৃতি সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানস্থল আনোয়ারা উপজেলায় কর্মরত প্রবীণ নবীন সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।

    0Shares

    আরও খবর 28

    Sponsered content