• দক্ষিণ চট্টগ্রাম

    আনোয়ারায় ১,৫০০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৩ , ১০:৩৩:১৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আনোয়ারা প্রতিনিধি ঃ আনোয়ারা থানা পুলিশের একটি দল এস আই কাউছার হোছাইনের নেতৃত্বে ২ এপ্রিল বিশেষ অভিযান পরিচালনা করার সময় তৈলারদ্বীপ ব্রীজের উত্তর মাথায় আনোয়ারা -বাঁশখালি পিএবি সড়কের উপর চট্টগ্রাম মুখী বাসের ভিতর হইতে আসামী ১. হামিদুর ইসলাম পিতাঃ মৃত ফরিদ আহমদ,সাং জামাল পাড়া ৪নং ওয়ার্ড, হোয়ানক ইউপি,থানা মহেশখালী। ২. শাহীন আলম (২৫) পিতা মৃত শাহাবুদ্দিন, সাং লাম্বুরিপাড়া ৩নং ওয়ার্ড,থানা রামু, উভয়ের জেলা কক্সবাজার, আসামীদের দেহ তল্লাশি করে মোট ১’৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জদ্ধ করেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাছান জানান তাদের নামে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

    0Shares

    আরও খবর 28

    Sponsered content