প্রতিনিধি ১ এপ্রিল ২০২৩ , ১:৪৩:২০ প্রিন্ট সংস্করণ
মুহাম্মদ জুয়েল,বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আড়াই’শ পরিবারে মাঝে শুকনা ইফতার সামগ্রী বিতরণ করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ৬নং পোপাদিয়া ইউনিয়ন শাখা।
৩১ মার্চ, শুক্রবার বিকেলে আকুবদন্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয় মিলায়নাতনে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ৬নং পোপাদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আলহাজ্ব আয়ুব আলকাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ উপজেলা শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি স ম এনামুল হক।
এসময় এস এম ফখরুদ্দিন ও এস কে এম জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ শাহ আলম,মাওলানা শাহাদাত হোসেন শরীফ,মাওলানা জসীম উদ্দীন,রেজাউল করিম,কাজী এম,এ জলিল,আবু ছৈয়দ,এম এ মোমেন, আবদুল হামিদ, মোবারক হোসেন, ওয়াজেদ হোসেন,রিমন শরীফ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পবিত্র সিয়াম সাধনার মাসে সবাই যেন সুন্দর ও স্বাচ্ছন্দ্যে রমজান পালন করতে পারে সে লক্ষে এলাকার সাধারণ মানুষের মাঝে শুকনা ইফতার সামগ্রী তুলে দিচ্ছে ৬নং পোপাদিয়া আহলে সুন্নাত ওয়াল জাম’আত বাংলাদেশ। এ সংগঠন সুবিধা-অসুবিধায় সহায়তা নিয়ে সববময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে ও ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
শেষে প্রত্যেক পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।