• দক্ষিণ চট্টগ্রাম

    দেড়শতাধিক পরিবারে জৈষ্ঠ্যপুরা যুব সংঘের ইফতার সামগ্রী বিতরণ

      প্রতিনিধি ৩১ মার্চ ২০২৩ , ১২:১১:০৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেড় শতাধিক পরিবারে ইফতার সামগ্রী দিয়েছে জৈষ্ঠ্যপুরা যুব সংঘ।




    ৩০ মার্চ, বৃহস্পতিবার দুপুরে সংগঠনের সভাপতি মোজাম্মেল হক বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.ইউনুচ আজম খোকনের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।




    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সংঘের তরুণরা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, যা প্রশংসনীয়। আমাদের সবার অল্প অল্প মানবিক কাজই বৃহৎ আকারে রূপান্তরিত হবে একদিন।




    এসময় উপস্থিত ছিলেন হামেদিয়া জামে মসজিদ খতিব মাওলানা ক্বারী নুরুচ্ছাফা,আলা উদ্দীন,আব্দুল হক,শাহাব মিয়া মো.মোসলেম উদ্দীন, মামুনুর রশীদ মামুন,বদিউল আলম, মো.এরশাদ সওদাগর, আব্দুর লতিফ, নাজিম উদ্দীন, শওকত হোসেন, ইঞ্জিনিয়ার সোহেল, ফারুক আজম, আবু সুফিয়ান, মহিউদ্দিন, ইব্রাহীম মানিক, আজিম উদ্দীন পিয়ারু, মিনহাজ বাবু, মো.সুমন, আমান উল্লাহ, মানিক সওদাগর, কাজী রাশেদ ও দৌলত ভান্ডারী।



    0Shares

    আরও খবর 28

    Sponsered content