• জাতীয়

    ৭০ বছর বয়সে বিয়ে করলেন অধ্যাপক শওকত আলী

      প্রতিনিধি ২৪ মার্চ ২০২৩ , ৩:০১:৪৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: আজীবন চিরকুমার থাকার পণ করলেও অবশেষে পণ ভেঙেছেন বাগেরহাট সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক শওকত আলী। ৭০ বছর বয়সে বসেছেন বিয়ের পিঁড়িতে। মোংলা উপজেলার শাহিদা আক্তার নাজুর (৩৫) সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।




    শনিবার (১৮ মার্চ) জাঁকজমকভাবে বিয়ের পিঁড়িতে বসেন অধ্যাপক শওকত আলী ও ৩৫ বছর বয়সী কনে শাহিদা আক্তার। ১০ লাখ এক টাকা দেনমোহরে এই বিয়ে অনুষ্ঠিত হয়।




    বাগেরহাটের রামপাল সরকারি কলেজে দীর্ঘ সময় ধরে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন বর শওকত আলী। পরিবারে হাল ধরতে বিয়ে করা হয়নি তার। জীবনের মূল্যবান সময় তিনি শিক্ষকতায় ব্যয় করেছেন। পাশাপাশি নিজেকে নিয়োজিত রেখেছেন সমাজসেবাতেও। বিয়ের কথা বলা হলেও তিনি কখনও রাজি হননি। বলতেন চিরকুমার থাকবেন।




    তবে অবসরে যাওয়ার পর থেকে তিনি একাকীত্ব বোধ করছিলেন।




    0Shares

    আরও খবর 17

    Sponsered content