• মহানগর

    যাত্রীর পায়ুপথে স্বর্ণের বার, উদ্ধার পৌনে ৪ কেজি

      প্রতিনিধি ২৩ মার্চ ২০২৩ , ৯:৩৬:৪৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা মোহাম্মদ জিয়াউদ্দিন নামের এক যাত্রীর পায়ুপথ থেকে আরও ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

    এ নিয়ে দুবাই থেকে আসা যাত্রীর প্যান্টের ভেতর ১৫টি, জুতার ভেতর ৮টিসহ মোট ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হলো।




    স্বর্ণালংকার পাওয়া যায় ৯৯ গ্রাম। সব মিলে ওজন ৩ দশমিক ৮২৭ কেজি। বাজারমূল্য ৩ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা।

    বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান।




    তিনি জানান, হাটহাজারীর ধলই এনায়েতপুরের মোহাম্মদ জিয়াউদ্দিন নামের এক যাত্রী সকাল ৬টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার আসন ২৮বি থেকে তাকে নিয়ে আসি আমরা। ইমিগ্রেশন শেষে কাস্টমস হলের ২ নম্বর গেট সংলগ্ন স্থানে বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে তল্লাশি করি। এ সময় তার প্যান্টের ভেতর ১৫টি, জুতার ভেতর ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। এরপর তাকে এক্স-রে করে পায়ুপথে আরও ৯টি বার পাওয়া যায়।




    এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content