• জাতীয়

    মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ, হতাহতের আশঙ্কা

      প্রতিনিধি ২২ মার্চ ২০২৩ , ৯:৪১:০৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: রাজধানীর মালিবাগে যাত্রীবাহী বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। বর্তমানে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

    বুধবার (২২ মার্চ) রাত ৯ টা ২ মিনিটে দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।




    ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, রাত ৯টা দুই মিনিটে আমাদের কাছে খবর আসে মালিবাগে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে ও কাজ করছে। এ বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী কোনো হতাহতের খবর আমাদের কাছে আসেনি।




    এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রামপুরা থানায় যোগাযোগ করা হলে জানান, তারা দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছেন। তবে এটি তাদের থানার অন্তর্ভুক্ত কি না বলা যাচ্ছে না। দুর্ঘটনাস্থল দুই থেকে তিনটি থানার সংযোগস্থল। তবে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।




    0Shares

    আরও খবর 17

    Sponsered content