• জাতীয়

    শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশে ব্যাংক বন্ধ হয়নি: আমিন

      প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ১২:১১:২১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বাংলাদেশে ব্যাংক বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

    সোমবার (২০ মার্চ) বিকেলে বিএনপি-জামায়াতের আমলে সংঘটিত কৃষক হত্যা দিবস উপলক্ষে সাতকানিয়া উপজেলা কৃষক লীগের প্রতিবাদ সমাবেশে এই মন্তব্য করেন।




    শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্থনীতি এখনো সচল জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনীতি আজ টালমাটাল। আমেরিকা, সুইজারল্যান্ডে বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংক।

    দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা ইউরোপ-আমেরিকা। সেই তুলনায় বাংলাদেশ এখনো অনেক ভালো আছে। তার কারণ আমাদের একজন শেখ হাসিনা আছেন। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্যই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।




    শেখ হাসিনাই আমাদের সাহস, তিনিই আমাদের অনুপ্রেরণা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনাই আমাদের সাহস, তিনিই আমাদের অনুপ্রেরণা। আধুনিক, উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে চতুর্থ বারের মত বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করতে হবে।




    সাতকানিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি আতাউল করিম আতিক, চট্টগ্রাম জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, অ্যাডভোকেট প্রদীপ দাশ, মোহাম্মদ শাহজাহান ও নুরুল আবছার প্রমুখ।

    সমাবেশ শেষে আমিনুল ইসলাম কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়।




    0Shares

    আরও খবর 17

    Sponsered content