• কক্সবাজার

    পহরচাঁদা ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা

      প্রতিনিধি ২০ মার্চ ২০২৩ , ১১:৩০:৩৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চকরিয়া প্রতিনিধি: কক্সবাজার জেলার শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা নিকেতন পহরচাঁদা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক (আরবি) মোহাম্মদ মোজাম্মেলুল হক এর বিদায় সংবর্ধনা শিক্ষক মোহাম্মদ আনসারুল্লাহ এর সঞ্চালনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ জি এ এম সাইফুল হক এর সভাপতিত্বে মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে।




    এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ লায়ন কমর উদ্দিন আহমদ, শিলখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হোসেন, বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, বরইতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ছালেকুজ্জামান, প্রাক্তন ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি আলহাজ্ব হামিদ হোছাইন, উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য মাওঃ আবদুল মোনায়েম ও চট্টগ্রাম এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান সাংবাদিক লায়ন এইচ এম ওসমান সরওয়ার প্রমূখ।




    অনুষ্ঠানে সহকারী অধ্যাপক (আরবি) মোহাম্মদ মোজাম্মেলুল হক হুজুরকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    ক্রীড়া প্রতিযোগিতার সকল পুরস্কার ডোনেট করে পহরচাঁদা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ।




    0Shares

    আরও খবর 30

    Sponsered content