• উত্তর চট্টগ্রাম

    অবশেষে বিজয়ের হাসি হাসলেন একে জাহেদ চৌধুরী

      প্রতিনিধি ১৭ মার্চ ২০২৩ , ১০:২৬:৩৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ২য় বারের মত নির্বাচন অনুষ্ঠিত হল।

    নিদর্ধারিত সময়ে আগ থেকে বিপুল উৎসাহ উৎদ্দিপনা নিয়ে মহিলা ও পুরুষ ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হয়। বিভিন্ন কেন্দ্র মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষনীয়।




    বেলা বারার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়ে যায়।আইনশৃঙ্খা বাহিনী, প্রশাসন, কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চার পর্যন্ত বিরতিহীন ভাবে চলে। কোথাও কোথাও কিছু বিছিন্ন গঠানে ঘটলে তা বড় আকার ধারণ করেনি।




    উপজেলা দায়ীত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ফটিকছড়ি নির্বাচনী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা বাবু অরুন উদয় ত্রিপুরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রহমান সানির উপস্হিতে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন বীর মুক্তিযোদ্ধা জহুল হক মিলায়তনে।




    নির্বাচনে আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী একে জাহেদ চৌধুরী নৌকা প্রতিকে১০১৪২ (দশ হাজার, এক শত ৪২ ভোট পেয়ে বেসরকারি ভাব নির্বাচিত হযেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার পাশা ৭হাজার,১শত,৭৪টি ভোট পেয়ে ২য় স্থানে রয়েছে।



    0Shares

    আরও খবর 27

    Sponsered content