• মহানগর

    প্রেসক্লাবের সামনে থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি, থানায় মামলা

      প্রতিনিধি ১৬ মার্চ ২০২৩ , ৯:১২:৪৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: নগরের কোতোয়ালী থানার জামালখান এলাকার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তরের সিনিয়র রিপোর্টার ম শামসুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়েছে।




    বুধবার (১৫ মার্চ) রাত আটটা থেকে রাত সোয়া বারটার মধ্যে চুরির ঘটনা ঘটে।

    এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ মার্চ) কোতোয়ালী থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।




    মামলার সূত্রে জানা যায়, চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে ফুটপাতে হিরো গ্ল্যামার ১২৫ সিসি মডেলের (ঢাকা মেট্রো-হ-৫৭-৩৬৮৩) মোটরসাইকেল রেখে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন অফিসে যান সিইউজে সাধারণ সম্পাদক।




    পরে অফিসে কাজ শেষে মোটসাইকেল পার্কিংয়ের স্থানে আসলে দেখেন মোটরসাইকেল নেই। সেখানে থাকা সিসিটিভি ক্যামরার ফুটেজ সংগ্রহ করা হয়। যাতে দেখা যায় একজন অজ্ঞাত পরিচয়ের চোর মোটরসাইকেল চুরি করে ও সহযোগীসহ চালিয়ে নিয়ে যায়।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content