• খেলাধুলা

    আন্তঃ একাডেমি কাপ ফুটবলে ফাইনালে মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি ও শফিউল আলম স্মৃতি

      প্রতিনিধি ১২ মার্চ ২০২৩ , ১১:৫৬:১৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: হালিশহর একাদশ ক্লাবের আন্তঃ একাডেমি কাপ ফুটবলে গতকালের শনিবার ১১ মার্চ নির্ধারিত খেলায় শফিউল আলম স্মৃতি ২-১ গোলে লেখক কামাল আহমেদ স্মৃতি কে পরাজিত করে ২য় দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।




    খেলার প্রথমার্ধে মোহাম্মদ আলী এর দেয়া গোলে এগিয়ে যায় কামাল আহমেদ স্মৃতি।দ্বিয়ার্ধে স্টাগার ডলার গোল দিয়ে সমতা ফেরান। খেলার শেষ দিকে ডিফেন্ডার রবিনের গোলে জয় নিয়ে আগের ১ পয়েন্ট সহ ৪ পয়েন্ট পেয়ে ফাইনালে পৌঁছে।




    তবে শেষ মিনিটে রাহাতের কামাল আহমেদ স্মৃতি পেলান্টি মিস করে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। ম্যাচ পরিচালনা করেন সহকারী কোচ মোঃ মামুন, সহকারী ছিলেন আমীর হোসেন ও ইমন হাসান।




    0Shares

    আরও খবর 16

    Sponsered content