• মহানগর

    আউটার স্টেডিয়ামে মেলা বন্ধ করলো জেলা প্রশাসন

      প্রতিনিধি ১০ মার্চ ২০২৩ , ৯:৩৮:২৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: জাহেদুল আলম:: খেলার মাঠে কোন মেলা হবে না। চট্টগ্রামের মাঠগুলো উদ্ধার করা হবে।এছাড়াও তৈরি করা হবে নতুন মাঠ। ২ মার্চ এ ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

    তিনি কথা রেখেছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে আধাঁরে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে ‘লিডিং ই কমার্স সোসাইটি, চট্টগ্রাম নামে একটি প্রতিষ্ঠান মেলার আয়োজন শুরু করে। পরে খবর পেয়ে সেখানে ছুটে যান জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম, সদর সার্কেলের সহকারী কমিশনার ভুমি মো: রাজিব হোসেন।




    জেলা প্রশাসকের নির্দেশে মেলা বন্ধ করে দেন তারা। খুলে ফেলা হয় বাঁশ, ব্যানার ও তাবু।

    ই কমার্স সোসাইটির এক কর্মকর্তা বলেন, আমরা গত জানুয়ারি মাসে অনুমতি নিয়েছিলাম, সিজেকেএস কে জায়গা ব্যবহারের জন্য অগ্রিম ভাড়াও দিয়েছিলাম।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, জেলা প্রশাসক পদাধিকারবলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। তার ঘোষণার পর এখানে আর কোন মেলার আয়োজন করা যাবে না।




    তিনি আরও বলেন, লিডিং ই কমার্স সোসাইটি যে পরিমাণ টাকা ভাড়া হিসেবে জমা দিয়েছিল, তা তাদেরকে ফিরিয়ে দেয়া হবে। ভবিষ্যতে এ ধরণের মেলাসহ সকল প্রকার মেলা আয়োজনের জন্য আমরা শহরের অদূরে একটি জায়গা ঠিক করেছি। সেখানে সব মেলা আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content