• উত্তর চট্টগ্রাম

    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে লাইলাতুল বরাত পালিত

      প্রতিনিধি ৮ মার্চ ২০২৩ , ১০:১৯:১১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্বীর্য্য মধ্যমে পালিত হল পবিত্র লাইলাতুল বরাত। ফটিকছড়ি শফিকীয়া দরবার শরীফের বায়তুল মুনির জামে মসজিদে শফিকীয়া দরবার শরীফের সজ্জাদনশীন আল্লামা আলহাজ্ব শাহ্ ছুফি চৌধুরী মোহাম্মদ শফিকুল ইসলাম মুনিরীর ছদরতে পবিত্র লাইলাতুল বরাতের গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।



    এতে তকরির করেন চট্টগ্রাম ছোবহানিয়া আলীয়া মাদ্রাসার মোহাদ্দেস ও বায়তুল মুনির জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন।

    এ সময় উপস্থিত ছিলেন দরবারের মেজ শাহজাদা আলহাজ্ব মোঃ ছালাহ উদ্দিন চৌধুরী।



    নামাযের শেষ দেশ জাতি ও মুসলিম উম্মার মঙ্গল কামনা করে মুনাজাত পরিচালনা করে শফিকীয়া দরবারের সাজ্জাদনশীন হুজুর কেবলা মাঃজিঃ আঃ।



    0Shares

    আরও খবর 27

    Sponsered content