• মহানগর

    কর্ণফুলী নদীতে অভিযান, জব্দ ২০ মণ জাটকা

      প্রতিনিধি ১ মার্চ ২০২৩ , ১১:৪৬:০৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ সময় ১৭ জেলেকেও থেকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এক জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।



    বুধবার (১ মার্চ) দুপুরে পতেঙ্গার ১৫ নম্বার ঘাট সংলগ্ন নৌবাহিনী বেজ এলাকায় তাদের আটক করা হয়।

    অভিযানে নদী থেকে ‘এফভি শারমিন’ নামক একটি মাছ ধরার বোট আটক করা হয়।



    চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা নৌবাহিনীর বেজ সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালানো হয়। পরে অভিযানে একটি মাছ ধরার ট্রলার থেকে ২০ মণ জাটকা জব্দ করা হয়। জব্দকৃত ২০ মন মাছ স্থানীয় ৬টি মাদ্রাসা, এতিমখানা এবং সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ৯টি এতিমখানা এবং শিশু নিবাসের মধ্যে বিলি করা হয়।



    তিনি আরও বলেন, জাটকা শিকারে জড়িত থাকার দায়ে ১৮ জন জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content