• মহানগর

    এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে ভিটামিন-এ ক্যাম্পেইন পালিত

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:০৮:২৭ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে আজ ৪১টি ওয়ার্ডে ১ হাজার ৩২১টি টিকাদান কেন্দ্রে ৬-১১ মাসের ৮১ হাজার শিশুকে নীল রঙের এবং ৪ লাখ ৫৫ হাজার ১২-৫৯ মাসের শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরীর আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।



    ক্যাম্পেইন উদ্বোধন করেন বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি হাসপাতাল এভারকেয়ার হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ বিকিরণ বড়ুয়া ও প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার।



    সহযোগিতায় ছিলেন চীফ কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম,তাসনোভা তাহরিন, জান্নাতুল ফেরদৌস, মরিয়ম বেগম ও রিপাত ফারজানা প্রমূখ।



    আরও খবর 25

    Sponsered content