• মহানগর

    রি কলিং চট্টগ্রাম-২০২৩ শিরোনামে এসএসসি ২০০০ ব্যাচের মিলনমেলা

      প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:১৯:২৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বাবুল হোসেন বাবলা: আনন্দ উল্লাসের মধ্যদিয়ে নগরীর কিং অব চট্টগ্রামে “রি কলিং চট্টগ্রাম ২০২৩” শিরোনামে এসএসসি ২০০০ ব্যাচ এর মিলনমেলা সম্পন্ন হয়েছে।



    এতে প্রায় ১৫০০ সদস্য অংশগ্রহণ করে। দিনব্যাপী মিলনমেলায় সংগঠনের সদস্যরা সারাদিন ব্যাপী স্মৃতি রোমন্থন, খোশপল্প, আড্ডা, স্বনামধন্য শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা ছিল বেশ আনন্দঘন। আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে এর এডমিন তাসসির তৌমুর স্বাগত বক্তব্য রাখেন।



    পরে র‍্যাফেল ড্র এ অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ব্যস্ত জীবনের একঘেয়মি ক্লান্তি কাটিয়ে কিছু সময়ের জন্য একটু আনন্দ ও স্বস্তিপেতে এ মিলন মেলা বেশ ভূমিকা রাখে। মিলনমেলা সদস্যদের মাঝে অন্যরকম প্রাণ সঞ্চার ঘটে সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়।



    শুক্রবার ১৭ ফেব্রুয়ারী মিলনমেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালার মধ্যে ছিলো স্মারক-সম্মাননা প্রদান, আলোচনা সভা, প্রীতি ভোজ মেজবান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হেলথ ক্যাম্প।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content