• দক্ষিণ চট্টগ্রাম

    উদ্ধারকৃত বিরল প্রজাতির গন্ধগোকুলটি রাঙ্গুনিয়ায় ইকো পার্কে হস্তান্তর

      প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ২:১৫:৩৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: আরিফুল ইসলাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান রাবারড্যাম এলাকা হতে বিরল প্রজাতির সেই গন্ধগোকুলকে উদ্ধার করে রাঙ্গুনিয়া ইকো পার্কে অবমুক্ত করা হয়েছে।

    স্থানীয়দের কাছে ধৃত এই বিরল প্রজাতির গন্ধগোকুলকে উদ্ধার করেছে বন বিভাগ।



    পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ মনজুর মোরশেদের নেতৃত্বে বনবিভাগের একটি টিম ওই এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করে। পরের দিন সোমবার সকালে গন্ধগোকুলকে শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকোপার্ক,রাঙ্গুনিয়াতে হস্তান্তর করা হয়।



    পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মনজুর মোরশেদ বলেন, ‘উদ্ধারকৃত প্রাণীটিকে অনেকটা বাগডাশের মত দেখতে হলেও সেটি আসলে বাগডাশ নয়। এটির নাম গন্ধগোকুল। আমাদের দেশের বন জঙ্গলে প্রায়ই এই গন্ধগোকুলকে দেখা যায়। এরা খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ এবং ফসলের ক্ষতিকারক পোকা-মাকড় খেয়ে জীবন যাপন করে থাকে। তা ছাড়া এই প্রাণী মানুষের কোনো ক্ষতি করে না বরং উপকারে করে থাকে।




    গতকাল বিকেলে এ বিরল প্রজাতির প্রাণীটি উদ্ধার করে বনবিভাগের হেফাজতে নিয়ে আসা হয়। পরের দিন সোমবার সকালে গন্ধগোকুলকে শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকোপার্ক রাঙ্গুনিয়ায় বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।



    0Shares

    আরও খবর 28

    Sponsered content