• সারাদেশ

    ঝিকরগাছায় ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:০০:৫৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আব্দুল জলিল,খুলনা অফিস: যশোরের ঝিকরগাছায় ৬৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী কাশি নাথ বসু (৪২) গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী কৃষ্ণনগর গ্রামের মৃত মুরারী মোহন বসুর ছেলে।



    থানা পুলিশ সূত্র থেকে জানা যায়, বুধবার ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় কৃষ্ণনগর পুজা মন্দিরপাড়ার মান্নানের বাঁশ বাগান থেকে কাশি নাথ বসুর পরিহিত প্যান্টের ডান পকেট হতে ৬৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ ১হাজার ৮শত টাকা সহ ব্যবসায়ী কাশি নাথ বসুকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।



    তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে‌। মামলা নং ০৭। তারিখ-০৮/০২/২০২৩ইং। বৃহস্পতিবার দুপুরে আসামীকে বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।



    ঝিকরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী কাশি নাথ বসুর বিরুদ্ধে বিভিন্ন সময় আমার নিকট অভিযোগ আসে। তার বিষয়ে আমি নিজেই সকালে তথ্য অনুসন্ধানে বের হই,এবং ঘটনাস্থল এলাকা পরিদর্শন করে সন্ধ্যার পরে আমার সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।



    0Shares

    আরও খবর 4

    Sponsered content