• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে ৩৮ বিজিবির মানবিক সহায়তা প্রদান

      প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:০৯:০৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিশেষ প্রতিনিধি,পার্বত্য চট্টগ্রাম : বান্দরবান পার্বত্য জেলার থানচিতে বিজিবি ব্যবস্থাপনায় গরীব অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।



    শনিবার ০৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় থানচি বলিপাড়া বাজার প্রাঙ্গণে ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় গরীব অসহায়দের মাঝে নগদ টাকা, কম্বল, ঢেউটিন সহ বলিবাজারে সর্বসাধারণের জন্য ডাস্টবিন বিতরণ করা হয়।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৮ বিজিবি ব্যাটালিয়ন বলিপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মোহাম্মদ শরীফ উল আলম পিএসসি।



    বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, বলিপাড়া বাজার পরিচালনা কমিটি সভাপতি অংসিংম্যা মারমা, বলিপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার সজল কর্মকার সহ হেডম্যান, কারবারি, বাজার কমিটিবৃন্দ ও বিশিষ্টজনরা।



    প্রধান অতিথি বলেন, সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের জন্য গরীব অসহায়দের পাশে বিজিবি ছিল ভবিষ্যতে থাকবে। দেশ উন্নয়নের জন্য কাজ করে যাব। আপনাদের সহযোগিতা কামনা করছি।

    0Shares

    আরও খবর 29

    Sponsered content