• শিক্ষাঙ্গন

    চুয়েটের ৪৮তম ব্যাচের ৪দিনব্যাপী বার্ষিক শিক্ষা সমাপনী উৎসব “সংবর্ত-১৭” শুরু

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৩ , ৮:৫৪:২৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ৪৮তম ব্যাচের ৪ দিনব্যাপী বার্ষিক শিক্ষা সমাপনী উৎসব ‘সংবর্ত-১৭’ শুরু হয়েছে।

    এ উপলক্ষ্যে আজ ২৫ জানুয়ারি বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক আনন্দ র্যালী বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।



    র‌্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর সংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে এসে শেষ হয়।

    র‌্যালিতে ৪৮তম ব্যাচের ছাত্র-ছাত্রীরা নেচে-গেয়ে আনন্দে মাতিয়ে রাখে। পরে কেক কেটে ৪দিন ব্যাপী উৎসবের শুভ উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।



    এ সময় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



    0Shares

    আরও খবর 31

    Sponsered content