• মহানগর

    এমপিওভুক্ত হলো চসিক পরিচালিত প্রিমিয়ার কলেজ

      প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৩ , ১১:০০:৪০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রিমিয়ার কলেজ এমপিও ভূক্ত হওয়ায় আজ সোমবার দুপুরে কলেজ পরিচালনা কমিটি ও চসিক শিক্ষা ষ্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জুর নেতৃত্বে কলেজের শিক্ষাকবৃন্দ সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী কে ফুলেল শুভেচ্ছা জানান।



    সে সময় মেয়র শিক্ষাদের উদ্দেশ্যে বলেন, শিক্ষায় বিনিয়োগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। এমপিওভুক্তির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের সেবাদানে সরকারের অংশগ্রহণ বৃদ্ধি পায়। এমপিওভুক্ত হওয়া প্রিমিয়ার কলেজের শিক্ষকদের প্রতি আমার আহ¦ান থাকবে চতুর্থ শিল্পবিপ্লবের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় গড়ে তুলতে।



    এ সময় উপস্থিত ছিলেন-চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, পরিচালনা কমিটির সদস্য এ টি এম জয়নুল আবেদীন, সহকারী অধ্যাপক রাজীব সাহা, রুমা বড়ুয়া, তাসমিনা জহির, আবদুল আলী প্রমুখ।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content