• মহানগর

    হাজারী লেনে ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ

      প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৩ , ১০:০২:০০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরের ওষুধ মার্কেট হাজারী লেনে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে জেলা প্রশাসন।

    মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ও আব্দুল্লাহ আল মামুন।



    অভিযানে ৩টি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল রাখায় সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর হাজারী লেনের ছবিলা কমপ্লেক্সে ঢুকতেই সকল ফার্মেসি বন্ধ করে দেন মালিকরা।

    পরে নগরের কোতোয়ালী থানা পুলিশের একটি দল অভিযানে যোগ দেয়। ছবিলা কমপ্লেক্সের তৃতীয় তলার একটি এবং চতুর্থ তলার একটি গোডাউনের তালা ভেঙ্গে দুই গোডাউন থেকে প্রায় ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ পাওয়া যায়।



    অভিযানে ঔষধ প্রশাসন অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন আকন্দ রাজু উপস্থিত ছিলেন।



    চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, হাজারী লেনে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধগুলো বিনষ্ট করা হয় এবং ফিজিশিয়ান স্যাম্পলগুলো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content