• মহানগর

    বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পাঁচলাইশ থানা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলী

      প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৩ , ৬:২৪:০৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার ১০ জানুয়ারি সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডস্থ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ।

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।



    এ সময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন পারভেজ, সহ-সভাপতি শাহাজাদা চৌধুরী, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মোঃ আরিফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক নোমান চৌধুরী রাকিন, পাঁচলইশ থানা ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম রুবেল, মোঃ তানভীর হোসেন, মোঃ আরাফাত হোসেন, আবু সাঈদ চৌধুরী নিশান, ওবাইদুল আলম শাকিল, আরশাদ মিশন, নূর আলম, জয়নাল আবেদিন রাহাত,সোলাইমান, প্রমুখ।



    দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে বিজয় অর্জনের পর ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মাটিতে ফিরে আসেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content